বিশেষ প্রতিনিধি

.

নোয়াখালীর সোনাইমুড়ীর রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দিলেন নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।

.

রোববার (৮ মে) দুপুরে উপজেলার নদনা ইউনিয়নের স্কুল জাতীয়করণ করায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বই বিতরণ করেন।

.

এবিষয়ে এইচ এম ইব্রাহিম এমপি বলেন, বঙ্গবন্ধুকে জানলে দেশের সঠিক ইতিহাস জানা হবে। তিনি এদেশের স্বপ্নদ্রষ্টা। বর্তমানে তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমাদের দেশ নিরাপদ। শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে নানান প্রকল্প হাতে নিয়েছেন।

.

এইচ এম ইব্রাহিম এমপি আরও বলেন, আমি একজন বঙ্গবন্ধুর ফলোয়ার। আমার পরিবার মুক্তিযুদ্ধের পরিবার। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে তরুণরা জানুক এটাই আমার প্রত্যাশা। প্রত্যাশা থেকেই সকলকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার জন্য উপহার দিয়েছি।

.

এসময় সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের, সহ-সভাপতি মাহফুজুর রহমান বাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, রংপুর রেইঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শামিম কুদ্দুস ভূইয়া, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ, স্কুলের প্রতিষ্ঠাতা রফিক উল্যাহ মাস্টারের ছেলে ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল হক চৌধুরী, নদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক বাবু বেচুলাল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

.

এইচ/আর

Sharing is caring!