এনকে টিভি ডেস্ক :

নোয়াখালী সদর অফিসে ৪ বছরের বেশি সময় ধরে নেই সাব-রেজিস্ট্রার। খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার দিয়ে চলছে গুরুত্বপূর্ণ এ অফিসের কার্যক্রম। ফলে সদরের মানুষ জরুরি প্রয়োজনে জমি রেজিস্ট্রি করতে পারছেন না। সময়মতো তোলা সম্ভব হচ্ছে না দলিলের নকল।

 

প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার মানুষ। তাদের দাবি যত দ্রুত সম্ভব এ উপজেলায় একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক।

 

বঙ্গবন্ধু দলিল লেখক সমিতির সভাপতি শাইফুদ্দিন বাবুল বলেন, স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় এ এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। জরুরি প্রয়োজনের সময় লোকজন জমি ক্রয়-বিক্রয় করতে পারছেন না। জমি ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে।

 

জেলা রেজিস্ট্রার মো. আব্দুল খালেক বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। আমাদের ৯ উপজেলায় ৪ জন সাব-রেজিস্টার আছেন। বর্তমানে সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার সাব-রেজিস্ট্রার দিয়ে কাজ চলছে।’

 

নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘জনগণের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’

 

Sharing is caring!