বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় শরীরের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রি করার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডকৃত প্রতিষ্ঠানগুলো হলো নুর মোহাম্মদের মৎস্য আড়ৎ,সাগরিকা মৎস্য আড়ৎ, জননী মৎস্য আড়ৎ ও মোহাম্মদিয়া মিনি বাজার।

সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার চাটখিল মাছ বাজারের ৩ টি মৎস্য আড়ৎ এবং মোহাম্মদিয়া মিনি বাজার নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এতে ৪টি প্রতিষ্ঠান থেকে ১৮০ কেজি বিষাক্ত রাসায়নিক জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। একই সাথে বিষাক্ত রাসানিক জেলি যুক্ত মাছ বিক্রি করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পরে বিষাক্ত জেলি যুক্ত ১৮০ কেজি জেলি যুক্ত চিংড়ি উপজেলা চত্ত্বরে গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়।

Sharing is caring!