শাকিল আহমেদঃ

বিশ্ব যখন করোনা ভাইরাসের তান্ডবে বিপর্যস্ত, মানবতা যখন প্রায় ভূলুণ্ঠিত, চারিদিকে অসহায় মানুষের আর্তনাদ তখনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা যুবলীগের ১ নং যুগ্ম-আহবায়ক একরামুল হক বিপ্লব এবং ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর রতন কৃষ্ণ পাল। করোনা ভাইরাসের মহাতান্ডব শুরু হওয়ার  পর থেকে অসহায় মানুষের মাঝে চাল,ডাল,তেল,আলু,সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরনের পাশাপাশি এবার নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ।সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টিগুন বিবেচনা করে বিনামূল্যে বিতরন করেছেন বিভিন্ন প্রকার সবজি।প্রায় ২৫০ টি অসহায় পরিবারকে ২ কেজি শশা,২ কেজি করলা ও ২ কেজি বেগুন বিতরন করা হয়।একরামুল হক বিপ্লবের সিদ্ধান্ত ও পরামর্শক্রমে এবং কাউন্সিলর রতন কৃষ্ণ পালের সার্বিক তত্বাবধানে নিরাপদ দুরত্ব বজায় রেখে বৃহস্পতিবার বেলা ১১টা  থেকে এই সবজি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।কাউন্সিলর রতন কৃষ্ণ পাল জানান,০৫ নং ওয়ার্ডের একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সেদিকে তারা সার্বক্ষণিক নজরদারি করছেন এবং অসহায় পরিবারগুলোর মাঝে ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সমাজের সচেতন মহল তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Sharing is caring!