নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-ফেনী মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার সেতুভাঙ্গা ও সুরোগো পোল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত। অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করেছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত বলেন, দুর্ঘটনা ও যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। কেননা সাম্প্রতিক সময়ে মহাসড়কে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই সড়কের পাশে বালু, সিমেন্ট, পাথর, ইট ইত্যাদি রেখে মানুষ ও যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!