NKTV ডেস্কঃ  আজ ০৮/০৪/২০২০ তারিখ সকাল ১০:৩০ থেকে ২:৩০ টা পর্যন্ত নোয়াখালী জেলার মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনায় সোনাপুর বাজার ও দত্তের হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এসময় সরকারি নির্দেশ অমান্য করা এবং সামাজিক দূরত্ব না মানায় ২(দুইটি) পৃথক মামলায় মোট ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অকারণে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

এরপর সোনাপুর হইতে ৫ কিলো দূরে মন্নান নগর হইতে ২ কিলোমিটার দক্ষিণে,৬নং নোয়াখালী ইউনিয়ন এর পশ্চিম চর উরিয়া স্টিল ক্যাপ পি ই বি লিমিটেড স্টিল মিলে অভিযান চালানো হয়।সরেজমিনে দেখা যায় কোন সুরক্ষা ব্যবস্হা না নিয়ে ৪৮ জন শ্রমিককে দিয়ে   কাজ করানো হচ্ছে৷তাৎক্ষনিক মিলটি  বন্ধ করার নির্দেশ দেয়া হয়। শ্রমিকরা জানান তারা ফেব্রুয়ারী মাসের অর্ধেক বেতন পেয়েছেন, তখন ম্যানেজারের সাথে কথা বলে ফেব্রুয়ারী মাসের বাকি অর্ধেক বেতন দেয়ার ব্যবস্হা করা হয়।এই মর্মে মুচলেকা নেয়া হয় যে মার্চ মাসের বেতন এপ্রিল মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে দেয়া হবে। তাদের মধ্যে দুইজন শ্রমিক এর আর্থিক অবস্হা খুবই নাজুক বলে জানা যায়। ওই দুইজন শ্রমিককে তাৎক্ষণিক ভাবে চাল,ডাল,আলু,তেল,পেয়াজ এাণ হিসেবে দেয়া হয়।ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান কবির জানান,

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে……

Sharing is caring!