এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দূর্লভ তিন শতাধিক ছবি নিয়ে উপজেলা কমপ্লেক্সের ২য় তলা জুড়ে স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটোগ্যালারী তৈরী করা হয়েছে।

 

সোমবার (২ মার্চ) দুপুরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের উদ্যোগে আয়োজিত ফটোগ্যালারীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক তন্ময় দাস।

 

সোনাইমুড়ী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, তরণী কুমার দাস, এ বি এম ফারুক, অংগ্যজাই মারমা, এ কে এম শফিকুর রহমান, মমিনুল ইসলাম বাকের, আ ফ ম বাবুল (বাবু), নিজাম উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, সোনাইমুড়ী উপজেলা বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটোগ্যালারি তৈরীকরণ এর মাধ্যমে পুুুুরো নোয়াখালীতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সাথে এ ফটোগ্যালারীর মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও তার কর্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এবং এ প্রজন্ম বঙ্গবন্ধুর এ ফটোগ্যালারীর মাধ্যমে বঙ্গবন্ধুর মত সত্যিকারের দেশপ্রেমিক হতে পারবে।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!