এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় করোনা ভাইরাস কোভিড (১৯) এর অজুহাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করে উপজেলার খাসের হাট, বাংলাবাজার, জোবায়ের বাজারের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাড়তি দাম রাখায় ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করে চরজব্বর থানা পুলিশ। এ সময় তিনি কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ভ্রাম্যমাণ আদালত।

  • এনকে/বি/এস/এম/এস

Sharing is caring!