মোঃ সেলিম, নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালী সুবর্ণচরে প্রেমিকার স্বজনদের মারধরের শিকার এক স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, প্রেমিকা ও তার চাচাতো বোনদের সামনে মারধরের শিকার হই প্রেমিক মো. রিয়াজ (১৪), এতে অপমান সইতে না পেরে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষপান করে সে। পরে মূমুর্ষ অবস্থায় ঢাকা নেওয়ার পথে ওই দিনই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে গত শনিবার দুপুর ২ টার দিকে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

এর আগে গত (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরের দিকে প্রেমিকা ও তার চাচাতো বোনদের সামনে প্রেমিক রিয়াজ কে স্কুল থেকে যাওয়ার পথে বেড়ক মারধরের এ ঘটনা ঘটিয়েছে প্রেমিকার চাচাতো ভাই ও তার সাঙ্গপাঙ্গরা।

নিহত স্কুল ছাত্র উপজেলার ৭নং পূর্বচরবাটা ইউনিয়নের চর নাঙ্গুগুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পূর্বচরবাটা স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল। নিহতের পরিবার ও সহপাঠিরা দাবি করেন,আত্মহত্যা নয়, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রাব্বি, শাকিব ও আলাউদ্দিন কিশোর গ্যাংয়ের সদস্য, তারা প্রায় সময় স্কুল শিক্ষার্থীদের ইভটিজিং করে, কেউ প্রতিবাদ করলে মারধর করে তারা। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস করেনা।

এ ঘটনায় নিহতের সহপাঠি ও এলাকাবাসি শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে, খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহতের বাবা কাশেম বলেন, পূর্বচরবাটা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে পূর্বচরবাটা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী সানজিদা ইয়াসমিন নাদিয়ার সাথে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর রিয়াজ আসার পথে নাদিয়া তাকে একটি চিঠি দেয়। ঐ চিঠি দেয়ার সময় দেখে পেলে মেয়ের আত্মীয় পূর্বচরবাটা গ্রামের বোরহান উদ্দিন ব্যাপারীর ছেলে আলা উদ্দিন (১৮), বেলায়েত হোসেন মাষ্টারের ছেলে ইকবাল হোসেন শাকিব, মনতাজ মাষ্টারের ছেলে রাব্বি (১৯), ছান্দু ডুবাইওয়ালার ছেলে বাবুয়াসহ অজ্ঞাত ২/৩ জন যুবক।

পরে তারা রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে রিয়াজকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে সহপাঠিসহ এলাকাবাসী।

এর পর শুক্রবার সকালে রিয়াজের শরীরে ব্যাথা অনুভব হলে সে শৌরচিৎকার করতে থাকে পরে বাড়ীর লোকজন প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে ঢাকা নেয়ার পথে কুমিল্লা মেডিকেল কলেজ এ- হাসপাতালে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন বলেন, প্রেমিকা ও তার চাচাতো বোনদের সামনে নিহত রিয়াজকে পিটিয়েছে অভিযুক্ত যুবকেরা। রিয়াজ অপমান সইতে না পেরে বিষপান করে। তবে রিয়াজের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে । তিনি আরও জানান, নিহতের পরিবার এ ঘটনায় দুই এক দিনের মধ্যে মামলা দায়ের করবে। পুলিশ অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Sharing is caring!