মো. ইদ্রিস মিয়া:

নোয়াখালীর সুবর্ণচরে দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচীর (ভিজিডি) ২০১৯-২০ চক্রে উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটি (এন-রাশ) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন।

কর্মশালায় এন-রাশ এর প্রধান নির্বাহী আবুল হাসেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু।

কর্মশালায় গ্রামীণ জনপদের নারীদের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্তাপনা ও জলবায়ূ পরিবর্তনের প্রভাব, নারীর ক্ষমতায়ন এবং এইচআইভিএইডস, মাদক ও তামাক জাত দ্রব্যের প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Sharing is caring!