নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন পরিবারের আরও তিন সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে আরও রয়েছেন,এসপির সহধর্মিনী তানিয়া আলমগীর ও বড় ছেলে এবং কাজের মেয়ে।
.

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। বর্তমানে তারা হোম কোয়ারান্টাইনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
.

নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইখতেখার বলেন, গতকাল বুধবার দুপুরে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে তাদের নমুনা পরীক্ষা দিলে রাতের দিকেই এসপি আলমগীরসহ পরিবারের আরও ৩জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নোয়াখালীতে গত ২৪ঘন্টায় ১২৭জনসহ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৩০২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৪৬ শতাংশ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সহ জনসেবামুলক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক প্রশংসিত হন পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।

Sharing is caring!