মো. সেলিম:

বৃহত্তর নোয়াখালীর গণ-মানুষের কন্ঠন্বর দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় বক্তারা বলেছেন একদিকে বিজ্ঞাপনের বাজার সংকুচিত হয়েছে, অন্যদিকে প্রিন্ট মিডিয়ার ব্যয়ও বেড়েছে। এতে ‘অত্যন্ত সংকটকাল পার করছে প্রিন্ট মিডিয়া’। প্রিন্ট মিডিয়াকে টিকিয়ে রাখতে ‘সরকারের উচিত বিশেষ নজর দেয়া এবং সহযোগিতা করা।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ডের ক্যাফে আড্ডা চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু জাফর মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সচিত্র নোয়াখালী’র প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম হারুন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি আবুল হাসেম, দৈনিক সুবর্ণ প্রভাত সম্পাদক আলমগীর ইউসূফ, দৈনিক নয়া সংবাদ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক নোয়াখালী সময় সম্পাদক নাসির উদ্দিন বাদল, কালের কন্ঠ নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর ও একুশে টেলিভিশনের প্রতিনিধি জাহিদুর রহমান শামীম, আমাদের নতুন সময় প্রতিনিধি অহিদ উদ্দিন মুকুল, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি আবু নাছের মঞ্জু, সাপ্তাহিক হাতিয়া কন্ঠ সম্পাদক এম দিলদার উদ্দিন, ইউএনবি প্রতিনিধি মেজবাউল হক মিঠু, একাত্তর টেলিভিশন প্রতিনিধি মিজানুর রহমান, নতুন দিন প্রতিনিধি এ.আর আজাদ সোহেল, এন-রাশ প্রধান নির্বাহী আবুল হাশেম, ব্র্যাক জেলা প্রতিনিধি চৌধুরী শরিফুর রহমান পন্নী প্রমূখ।

এসময় জিটিভি প্রতিনিধি বিকাশ সরকার, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, চ্যানেল ২৪ প্রতিনিধি সুমন ভৌমিক, যমুনা টিভি প্রতিনিধি মোনতাসিম বিল্লাহ সবুজ, এসএ টিভি প্রতিনিধি আবদুর রহিম বাবুল, গণজাগরণ প্রতিনিধি আবদুল মোতালেব, ভোরের পাতা প্রতিনিধি মাওলা সুজন, খোলা কাগজ প্রতিনিধি ইকবাল হোসেন সুমন, স্বাধীন বাংলা প্রতিনিধি মো. ইদ্রিছ মিয়া, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, বিজয় টিভি প্রতিনিধি মোজ্জামেল হোসেন কামাল, নোয়াখালী প্রতিদিন সহযোগী সম্পাদক বিধান ভৌমিক, ঢাকা টিব্রিউন প্রতিনিধি রনজিৎ কুরী, জাতীয় নিশান স্টাফ রিপোর্টার নুর রহমান, সাংবাদিক নাসির উদ্দিন শাহ নয়ন, লুৎফুর হায়দারসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Sharing is caring!