এনকে টিভি ডেস্কঃ

সালাউদ্দিন লাভলু। নির্মাতা ও অভিনেতা পরিচয় ছাড়াও তার আরও একটি বর্তমান পরিচয় হলো ডিরেক্টর গিল্ড সংগঠনের সভাপতি তিনি। ২ মাস বিরতি শেষে এখন আবার শুটিং শুরু করেছেন অনেকে। তবে শুটিং পাড়ায় যে খুব ব্যস্ত সময় যাচ্ছে তা না। অনেক জনপ্রিয় তারকা এখনও ঘরে আছেন। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো, মেহজাবীন, তিশার মতো আরও অনেকে নতুন কোনো নাটক বা সিনেমার কাজ শুরু করবেন না আরও অনেকদিন। গণমাধ্যমে এমনটাই জানানো হয়।

 

তাছাড়া নির্মাতাদেরও অনেকের একই কথা। এই অবস্থায় নাটকের শুটিং করবেন না বলে জানান সালাউদ্দিন লাভলু। শুটিংয়ে ফেরা নিয়ে তিনি বলেন, ‘আসলে এই পরিস্থিতে এখন শুটিং শুরু করতে চাচ্ছি না। আর শুটিংয়ে না যাওয়াটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেকেই শুটিং শুরু করেছেন। আসলে এতদিন কাজ বন্ধ করে থাকাটা সবার পক্ষে সম্ভব নয়। তাই কাজ তো শুরু করতে হবে। তবে সেটি স্বাস্থ্যবিধি মেনে। এই মাসে আক্রন্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নরমাল হলেই আমি শুটিং শুরু করবো।’

 

করোনার এই ক্রান্তিলগ্নে নানারকম উদ্যোগে তিনি নিজেকে ব্যস্ত রাখছেন বলে জানান। তিনি বলেন, ‘আগের চেয়েও এখন বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। প্রতিদিনই সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা করছি অন্তঃসংগঠনগুলোকে নিয়ে। একইসঙ্গে সেসব পরিকল্পনা বাস্তবায়নও করছি। এরইমধ্যে ছোটপর্দার যারা সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়িয়েছি। আগামীতে আরও কিছু পরিকল্পনা আছে আমাদের হাতে। সরকার করোনার এই সময়ে বিভিন্ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রণোদনা দিচ্ছেন।

 

কিন্তু এদিক থেকে ছোটপর্দার শিল্পীরা পিছিয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘গত ২২ মার্চ থেকে ছোটপর্দার শুটিং বন্ধ ঘোষণা করি। সরকার লকডাউন শিথিল করার পর এখন শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থবিধি মেনেই সকলে শুটিং করছেন। অনেকদিন শুটিং বন্ধ থাকার কারণে অনেক পরিচালক-শিল্পী আর্থিক সমস্যায় পড়ছেন। তাই যারা শুটিং করছেন নিজের সেফটি নিয়েই কাজ করছেন।’

 

Sharing is caring!