এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর সদর উপজেলার মাইজদী শহরের তিন ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মাইজদী বাজারের সুপার মার্কেট,টাউন হল ও পৌর বাজার মার্কেটে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

জরিমানাকৃত ট্রাভেল এজেন্সি গুলো হচ্ছে, আন নাজাত ট্রাভেলস এন্ড ট্যুরস ( টাউন হল), আজিজ ট্রাভেলস এন্ড টুরিজম (সুপার মার্কেট, নীচতলা), গ্রামীণ ট্রাভেলস এন্ড ট্যুরস (পৌর বাজার)

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করেন, নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহোযোগীতা সুধারাম থানা পুলিশ।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এ সময় ৩ টি ট্রাভেল এজেন্সির প্রত্যেককে ভিসা প্রসেসিং লাইসেন্স না থাকায় ও অননুমোদিত বিজ্ঞাপন প্রকাশের জন্য ত্রিশ হাজার টাকা করে মোট নব্বই হাজার টাকা জরিমানা করা হয়। আসন্ন হজ্জ্ব মৌসুমে যেন কোন হাজী হেনস্তার শিকার না হন এই বিষয়েও সতর্ক করা হয়।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!