Featured Video Play Icon

লক্ষীপুর প্রতিনিধি :

লক্ষীপুরে ডেঙ্গু আতংকে বেসরকারী ডায়াগনিষ্ট সেন্টার গুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ভীড় জমাচ্ছে মানুষ। সদর হাসপাতালে পরীক্ষা না থাকায় ভোগান্তিতে সাধারণ লোকজন।

শহরের ডায়াগনিষ্ট সেন্টারে গিয়ে দেখা যায় সকাল থেকে নারী-পুরুষ ও শিশুদের যথেষ্ট উপস্থিতি। টিকেট কেটে অপক্ষোয় রয়েছে শত শত রোগী।

ডেঙ্গু সনাক্ত করতে অন্তত তিনটি পরীক্ষা করতে হয় একজন রোগীকে। এনএস ওয়ান এন্টিজেন্ট, আইজি জি এন্ড আই জিএম এবং সিবিসি।

সরকারী বেধে দেয়া তিনটি পরীক্ষার ফি ১৪০০ টাকা। তবে মানুষের কষ্ট লাগবে ৫০% কমিয়ে পরীক্ষার রিপোর্ট দিচ্ছে স্থানীয় সেইফ ডায়াগনষ্টিক নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান।

তবে ডেঙ্গু পরীক্ষার মূল ডিভাইস এন এস ওয়ান এন্টিজেন্ট খুবই সংকট। বেশ দাম হওয়ায় হিমশিম ক্ষেতে হচ্ছে সেন্টার গুলোর। পুরোনো স্টক দিয়ে এখনো চলছে বলে জানান, কর্র্তৃপক্ষ।

Sharing is caring!