বি এম সাগর, লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষীপুরে পেয়াজের আড়ৎসহ ৪ দোকানে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(২ অক্টোবর) দুপুরে জেলা শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমান আদায় করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিক রিদোয়ান আরমান শাকিল।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ ও কাচা মরিচ ও ফল সমিতির সভাপতি এমরান হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিক রিদোয়ান আরমান শাকিল বলেন, প্রশাসনের পক্ষ থেকে পেয়াজের পাইকারি মূল্য ৬৮ টাকা ও খুচরা মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেয়াজ অতিরিক্ত ধরে বিক্রি করছে। এমন অভিযোগে লক্ষীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার আইনে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অভিযোগে সোনালী স্টোর নামে পেয়াজের আড়ৎদার লতিফ মিয়াকে ২৫ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় সোলেমান স্টোর ও জিয়া স্টোর নামে দু’টি মুদি দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে আতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাজারে নির্ধারিত মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Sharing is caring!