Featured Video Play Icon

বিএম সাগর, লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষীপুরে কমতে শুরু করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৬০ ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছিল ১৩ জন। এনিয়ে গত ২৬ জুলাই শনিবার থেকে (১৭ আগস্ট) শনিবার দুপুর পর্যন্ত লক্ষীপুর সদর হাসপাতালে ১৮৫জন ডেঙ্গু রোগী সনাক্ত করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে বর্তমানে লক্ষীপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৫জন রোগী।

লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, বিগত কয়েকদিনের পরিসংখ্যা অনুযায়ী ক্রমেই কমতে শুরু করেছে ডেঙ্গু জরে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৫ আগস্ট ৭ জন, ১৬ আগস্ট ৪ জন ও ১৭আগস্ট দুপুর পর্যন্ত ২জনসহ মোট ১৩জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৪৫ জন। এছাড়াও ১৪০জন ডেঙ্গু আক্রান্ত রোগী সদর হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এ চিকিৎসক।

Sharing is caring!