এনকে টিভি প্রতিবেদকঃ     

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কৌশল নির্ধারণের জন্য ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন সার্কভুক্ত প্রধানরা। ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন, জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টিকারী যে কোনো সঙ্কট মোকাবেলায় সমন্বিত উদ্যোগের পাশে থাকবে বাংলাদেশ।

 

রবিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সার্কভুক্ত প্রধানরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
এদিন করোনাভাইরাস নিয়ে করণীয় ঠিক করতে গণভবণ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে, শুক্রবার একাধিক টুইটে সার্ক সদস্যদেশের নেতাদের একজোট হয়ে করোনাভাইরাস মোকাবেলার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত সদস্যদেশের নেতাদের উপযুক্ত কৌশল তৈরি করার আহ্বান জানান নরেন্দ্র মোদি।

 

  • এনকেটিভি/হাসিব

Sharing is caring!