প্রতিবেদক:

ফেনী শহরের যানজট নিরসনে এবার মাঠে নেমেছে ফেনী পৌরসভা ও পৌর এবং সদর উপজেলা রিক্সা মালিক সমিতি ।
বুধবার ৪ (সেপ্টেম্বর) সমিতির নেতৃবৃন্দ ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনকে নিয়ে শহরের শহীদ শহীদুল্লা সড়কে স্টিকার ও লিফলেট বিতরণ করেন।

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে স্টিকার লিফলেট বিতরণের মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে ও চালকদের সচেতন করতে পৌর রিক্সা মালিক সমিতির উদ্যোগে ট্রাফিক আইন মেনে চলুন, রাস্তার বাম পাশে রিক্সা চালাবেন, পৌরসভার নির্ধারিত পোশাক পরিধান করে রিক্সা চালাবেন এ লেখা সম্বলিত সচেতনতামূলক স্টিকার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, বাহার উদ্দিন বাহার, পৌর রিক্সা মালিক সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, সদর উপজেলা রিক্সা মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নিশান দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে পৌর মেয়র হাজী আলাউদ্দিন বলেন, খেজুর চত্ত্বরে এসে সড়কের বাম পাশে রিক্সা, ডান পাশে সিএনজি অটোরিক্সা ও নির্দিষ্ট স্থানে টাউন সার্ভিস দাঁড়াতে এবং অন্য গাড়ী চলাচলের শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করা হয়। পরিবহন চালকদের সাথে কথা বলে পৌরসভার নির্দেশনা মেনে গাড়ি চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

Sharing is caring!