এনকে টিভি ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট এর উদ্যোগে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট, মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

.

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় চৌমুহনী সরকারি এস এ  কলেজ ক্যাম্পাস হতে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।  র‌্যালি চলাকালে রাস্তায় চলাচলরত পথচারীদের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

.

.

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চৌমুহনী সরকারি এস এ  কলেজ অধ্যক্ষ
প্রফেসর মো. আবুল বাশার।

.

ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ এর সভাপতিত্বে
এসময় আরো উপস্থিত ছিলেন রেজিমিন্ট এডজুটেন্ট মেজর ছরওয়ার, এস এ কলেজের পিইউও শফিকুল্লাহ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিইউও সালাহ উদ্দিন পাঠান।

.

.

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাটালিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) লেফটেন্যান্ট হাবিবুল্লাহ।

.

ময়নামতি রেজিমেন্টের কমান্ড্যার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ বলেন, ‘দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুজিববর্ষে সকলকে এগিয়ে আসতে হবে। সবাইকে করোনা প্রতিরোধের জন্য ভ্যাক্সিন গ্রহণ করতে হবে।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।’

.

বিএনসিসির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে ভবিষ্যতে তোমাদের গড়ে উঠতে হবে।

.

এইচ/আর

Sharing is caring!