এনকে টিভি ডেস্কঃ

মালয়েশিয়ার আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়েছেন গ্রামীণ ব্যাবগকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। পাশপাশি যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়েরও চ্যান্সেলর তিনি।

 

ইউনূস সেন্টারের চেয়ারম্যান, বিশ্ব-স্বীকৃতি সামাজিক বাণিজ্য ধারণার প্রতিষ্ঠাতা হিসাবে জিতেছেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার, এসব জ্ঞান ও দক্ষতার ভিত্তিতেই তাকে আলবুখারী ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

 

গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতার প্রচেষ্টায় বিশ্বের লাখ লাখ পরিবার দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছে। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ সদস্য রয়েছে। যার ৯৭ শতাংশ নারী। গ্রাহকদের মাঝে এ পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ ১ হাজার ২০০ কোটি ৫০০ লাখ মার্কিন ডলার।

 

Sharing is caring!