এনকে টিভি প্রতিবেদক:

 

“মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেবনা” এ শ্লোগানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের বিজয় শোভাযাত্রা ও ১০দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন কমিটি, যুগান্তর স্বজন সমাবেশের স্বজন, ব্যাঞ্জনা খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলো উক্ত র‌্যালীতে অংশগ্রহণ করেন।

 

যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যাক্তি ফরিদা ইয়াছমিন মুক্তা ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শওকত আজিম জাবেদের সঞ্চালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, মুক্তিযুদ্ধা আজিজুল হক, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমূখ।

Sharing is caring!