এনকে টিভি ডেস্ক:

সিলেট জেলার কানাইঘাট উপজেলা থেকে শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

উপজেলার দর্পণগর মমতাজগঞ্জ খেয়াঘাট থেকে বুধবার ভোরে তাদের আটক করা হয়। এর মধ্যে কয়েকজন নারী ও শিশু এবং একজন গাড়িচালক ও রোহিঙ্গাদের সহযোগী রয়েছে।

জানা গেছে, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে ১৪ রোহিঙ্গা মঙ্গলবার রাতে কানাইঘাটে আসে। বুধবার ভোর রাতে তারা দর্পণগর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ তাদেরকে আটক করে। পরে তারা রোহিঙ্গা বলে শনাক্ত হয়। এসময় রোহিঙ্গাদের বহনকারী গাড়ির চালক ও সঙ্গে থাকা এক সহযোগীকেও আটক করা হয়।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম ১৪ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই রোহিঙ্গারা কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে এসেছে। আটক রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্পে ফিরিয়ে দেয়া হবে।

সূত্র: ইনসাফ টোয়েন্টিফোর ডটকম।

Sharing is caring!