মো. সেলিম:

বাবরি মসজিদের স্থলে রামমন্দির প্রতিষ্ঠার এক তরফা রায় বাতিল এবং বাবরি মসজিদ পুনঃ নির্মানের দাবিতে খেলাফত মজলিস নোয়াখালীর বেগমগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চৌমুহনী পাবলিক হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা মোরশেদ আলম মাসুম’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুররশিদ, ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি এ.আর.এম সাইফুল্লাহ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন ৪৯১ বছরের ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে তার বিচার হয়নি। সুপ্রীম কোর্ট পবিত্র স্থানে রামমন্দির নির্মানের রায় এক তরফা সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক। এই রায় বিশ্বের মুসলমানের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নসাৎকারী।

Sharing is caring!