মো. সেলিম:

বসুরহাট পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বসুরহাট পৌরসভার আয়োজনে রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানা চত্বরের সামনের খাল গুলোতে ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করে এ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি উপস্থিত ছিলেন।

এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, ডেঙ্গু নিধনে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব প্রাপ্তরা সদস্যরা স্ব স্ব ওয়ার্ডে নিজেদের দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। এছাড়া বসুরহাট পৌরসভাকে সম্পূর্ণ এডিস মশা মুক্ত রাখার জন্য নিয়মিত কাজ করবেন। এ সময় মেয়র ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

জানা যায়, পর্যায়ক্রমে পৌরসভার সকল এলাকায় মশক নিধনে ওষুধ ছিটানো হবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পৌর মেয়র।

Sharing is caring!