এনকে টিভি ডেস্কঃ 

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুলের ছেলে একরামুল হক বিপ্লব বলেন, বঙ্গবন্ধু ও জয়বাংলা শ্লোগান আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবার একটা ছোট ক্যাসেট ছিলো সেখানে মুক্তিযুদ্ধের গান বাজতো। ছোটবেলা থেকেই সেই মুক্তিযুদ্ধের গানগুলো আমরা শুনতাম।

.

রোববার রাতে নোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কথাগুলো বলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুলের ছেলে একরামুল হক বিপ্লব।

.

নোয়াখালী পৌর সভার প্যানেল মেয়র রতনকৃষ্ণ পালের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামচুদ্দিন জেহান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, উপজেলা আওযামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের পিপি অ্যাডভোটেক আলতাফ হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মিঠুন ভট্ট প্রমুখ।

.

.

অনুষ্ঠানে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন অয়ন আরিয়ান টু’স্টার এবং রানার্স আপ জুবলি ব্রাদার্সের মাঝে ক্রেস্ট এবং অতিথিদেরকে সম্মাননা স্মাররক প্রদান করা হয়।

.

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর উদ্বোধন হয় বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন ট্যুর্নামেন্টের। টুর্ণামেন্টে দেশি-বিদেশি ৩২টি দল অংশগ্রহণ করেন।

.

এইচ/আর

Sharing is caring!