এনকে টিভি প্রতিবেদক ফেনী:

 

ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর চর ছান্দিয়া গ্রামের একজন গ্রাহকের নভেম্বর এর বিল ছিল সর্ব সাকুল্যে ১৪৯ টাকা। পরিশোধের শেষ তারিখ ছিল ১০/১২/১৯ । তিনি জরিমানা সহ বিল পরিশোধ করেন ১২/১২/১৯ তারিখে ।

১৩/১২/১৯ তারিখে তিনি ডিসেম্বর মাসের আরেকটি বিল হাতে পেলেন । সেখানে দেখা গেছে বিল প্রস্তুতের তারিখ ১০/১১/১৯ । উক্ত বিলে বাম পাশে খুব ছোট অক্ষরে লেখা আছে নভেম্বর ১৯ এর ১৪৯ টাকা । নভেম্বর ও ডিসেম্বর মিলে তার মোট বিল দেখানো হয়েছে ৩৪২ টাকা । নিরিহ গ্রাহক উক্ত ফাঁদ বুঝতে না পেরে বিল জমা দিতে গেলেন ব্যাংককে ।

সেখানে প্রতিবেদকের সাথে সাক্ষাত হলে তিনি বলেন, এভাবে অনেকবার বিল জমা করেছেন। তার মানে এক বিল একাধিকবার পরিশোধ হয়েছে। পল্লী বিদ্যুৎ কখনো বাড়তি টাকা ফেরত দেয়নি।

ওই গ্রাহক আরো বলেন, এভাবে অনেকে এক বিল একাধিকবার দিচ্ছেন। তিনি আরও বলেন, বিল সংযোজন প্রক্রিয়া আগে ছিলনা। অসৎ উদ্দেশ্যে এই নিয়ম চালু হয়েছে ।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!