এনকে টিভি প্রতিবেদক ফেনী:

 

ফেনী জেনারেল হাসপাতালে প্রথম বারের মতো হিমোডায়ালাইসিস চিকিৎসা বিভাগ চালু করা হয়েছে। ১০ শয্যার হিমোডায়ালাইসিস বিভাগ চালুর মধ্য দিয়ে ফেনী জেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো।

 

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এই বিভাগের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এপ্রসঙ্গে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, মুজিববর্ষে দেশের প্রত্যেক জেলা হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ফেনীতে প্রথম চালু করা হয়েছে।

 

তিনি আরো জানান, কিডনী রোগীদের জন্য প্রতি সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করতে হয়। সেক্ষেত্রে কম খরচে সরকারি সেবায় ফেনীতে ডায়ালাইসিস সেবা নিতে পারবেন রোগীরা।

 

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, ফেনী জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে ১০ শয্যার হিমোডায়ালাইসিস বিভাগটি স্থাপিত হয়েছে। এখানে প্রতিদিন দুই শিফটে ২০ জন রোগী ডায়ালাইসিস করতে পারবেন। প্রতিবার ডায়ালাইসিস করতে পরীক্ষা-নিরীক্ষাসহ সর্বসাকুল্যে ৪০০ টাকা খরচ হবে। ১০ জন স্বাস্থ্যকর্মী (নার্স ও টেকনিশিয়ান) ও ৪ চিকিৎসক প্রতি শিফটে দায়িত্ব পালন করবেন। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি আক্রান্ত রোগীরা তিনটি শয্যায় ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।

 

এনকে টিভি/বিিএস/এম/এস

Sharing is caring!