সাহেদ সাব্বির, ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর-কোরশমুন্সির হাট সড়কের পাশে অবৈধ দখলকৃত জলাভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাদুমিয়া বাজার ও বাজার সংলগ্ন অবৈধ দখলকৃত খাস জমি উদ্ধার এবং ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিশেষ করে খাল ভরাট করে দখলের কারনে অল্প বৃষ্টিতে ওই এলাকায় বসতবড়ীতে পানি জমে দূর্ভোগের সৃষ্টি হতো এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন প্রায় ২ কিলোমিটার জলাভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এসময় দাগনভূঞা থানার এএসআই সোহাগ উদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির রিপন মজুমদার , দানাইকোট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলমসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায় বলেন, জলাবদ্ধতা নিরসনে এ সকল অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!