প্রতিবেদক:

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেনী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছোট মৌমিতা দাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার ছোট ফেনী নদীতে কয়েক ঘন্টাব্যাপী অভিযান চালানো হয়। এতে ফেনী সদরের লেমুয়া ও ফরহাদনগর এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ছয়টি ড্রেজার মেশিন জব্দ করার পর ঘটনাস্থলেই তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের আগেই টেরপেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অবৈধভাবে নদীগর্ভ থেকে বালু উত্তোলন নদীর জন্য হুমকি স্বরূপ। নদীভাঙনসহ মাটিক্ষয়ের জন্য দায়ী অবৈধভাবে বালু উত্তোলনকারীরা। অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!