এনকে টিভি প্রতিবেদকঃ

করোনাভাইরাসের (কোভিড-১৯ প্যানডেমিক) এমন দুর্যোগময় পরিস্থিতিতে গরিব ও অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।

 

শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মজনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থের কিছু অংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং কিছু অংশ শিক্ষক সমিতির তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় নোয়াখালী জেলার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য ব্যয় করা হবে। এ অর্থ শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে কাটা হবে বলে জানানো হয়।

 

এনকেটিভি/হাসিব

Sharing is caring!