এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালী সরকারী মহিলা কলেজের এইচ.এস.সি পরিক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল খাতা দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে গণিত বিভাগের শিক্ষক কাজী ওয়াহিদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক ও পরিক্ষার্থীরা জানান, চলতি বছর এইচ.এস.সি বিজ্ঞান বিভাগের পরিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল খাতা জিম্মি করে টাকা আদায় করে এ শিক্ষক। যে সকল শিক্ষার্থী ঐ শিক্ষকের নিকট প্রাইভেট পড়েছে তাদের কাছ থেকেতো নিচ্ছেন আবার যারা পড়তে যায় নাই তাদের কাছ থেকেও ২-৫ হাজার টাকা করে নিচ্ছেন। যারা টাকা দিবেনা তাদের প্র্যাকটিক্যাল নাম্বার ও কমিয়ে দিবেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষক কাজী ওয়াহিদের এমন আচরনে পরিক্ষার্থীরা মানুষিকভাবে ভেঙ্গে পড়েছে অনেকেই।

 

এ বিষয় জানতে চাইলে গণিত বিভাগের শিক্ষক কাজী ওয়াহিদ ঘটনার আংশিক স্বীকার করলেও পুরোপুরি স্বীকার করতে নারাজ। তিনি জানান, আমি কোন পরিক্ষার্থীর নিকট থেকে টাকার জন্য চাপ সৃষ্টি করি না। কেউ স্বেচ্ছায় কিছু দিলে তা গ্রহন করি।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!