প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে ট্রাক যোগে মহাসড়ক দিয়ে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট খেলতে যাওয়ায় অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করেছেন।

একাধিক অভিভাবক সূত্রে জানা যায়, বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষকের নেতৃত্বে দুটি ট্রাকে করে শিক্ষার্থীদের এ ঝুঁকিপূর্ণ ট্রাকযাত্রা সূচনা হয়।

তবে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেন, এ ক্ষেত্রে কোন দূর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে। কারণ শিক্ষার্থীদের এই ট্রাকযাত্রা আমাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেয় মিরসরাই ট্রাজেডি। যেখানে প্রাণ হারায় ৪৪ জন শিক্ষার্থী। স্কুল কতৃপক্ষ সর্তক না হলে একই রকম দুর্ঘটনা ঘটতে পারে নোয়াখালীতেও।

তবে কি কারণে স্কুল কর্তৃপক্ষ এ ঘটনা ঘটিয়েছেন, তা জেলা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখার আহ্বান জানান, অভিভাবক মহল।
এ বিষয়ে কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন’র ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!