শাকিল আহমেদঃ

করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করে তথ্য গোপন করায়  নোয়াখালী প্রাইম হসপিটাল লকডাউন ঘোষণা করা হয়েছে।সোমবার সিভিল সার্জন ডাঃ মোমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই লকডাউনের আদেশ দেয়া হয়।

প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেয়া চিঠিতে বলা হয়,গত ০৫/০৪/২০২০ তারিখে করোনা উপসর্গ নিয়ে মোরশেদ আলম(৪৪) নামে একজন ব্যক্তি ৫০৪ নাম্বার রুমে ভর্তি হয়।দুইদিন সেখানে চিকিৎসা করার পর অবস্হার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়া হয়।কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্যাম্পল সংগ্রহের জন্য সিভিল সার্জন অফিসকে অবহিত করেননি এবং চিকিৎসা সংক্রান্ত সব তথ্য গোপন করেন।পরবর্তীতে উক্ত রোগী ঢাকায় মৃত্যুবরন করেন।

আদেশে আরো বলা হয়,জনগনের সার্বিক নিরাপত্তা ও ভর্তিকৃত রোগীদের নিরাপত্তা বিবেচনা করে হসপিটালকে ১৩.০৪.২০২০ রাত ১২ঃ০০ টা থেকে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করা হলো এবং এই সময়ের ভিতর প্রতিষ্ঠানটি  খালি করে পরিস্কার পরিচ্ছন্ন  করতে হবে এবং সকল চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Sharing is caring!