মোঃ সেলিম।

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ উদীয়মান ফাস্ট বোলার ইয়াসিন আরাফাত মিশু। নোয়াখালীতে জন্ম নেওয়া কোনো ক্রিকেটার এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন।

মিশু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ায়র লিগে (ডিপিএল) খেলেছেন দুর্দান্ত। গত ডিপিএলে আবাহনীর মতো টিমের বিপক্ষে এক ম্যাচেই নিয়েছিলেন আট উইকেট, যা বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড।

ছোটবেলা থেকেই নোয়াখালীর ছেলে এ মিশুর স্বপ্ন বাংলাদেশের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা। প্রথমে পরিবারের সাপোর্ট না পেলেও পরে তার মা বলেছেন, ‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি।’ সে পথেই এগোচ্ছেন মিশু। এখন স্বপ্নের খুব কাছাকাছি মিশু। জাতীয় দলের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা সময়ের অপেক্ষা।

প্রথম শ্রেণিতে ৬৫ ম্যাচ খেলে মিশু নিয়েছেন ২৬৫ উইকেট। আর লিস্ট এ’তে ২৮ ম্যাচ খেলে মিশু নিয়েছেন ৩৫ উইকেট। জাতীয় দলের স্কোয়াডে নিজের নাম দেখে উচ্ছ্বসিত মিশু ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’

নোয়াখালীর প্রথম ক্রিকেটার হিসেবে ইয়াসিন আরাফাত মিশু জাতীয় দলে স্থান পাওয়ায় নোয়াখালীবাসী আনন্দে উদ্বেলিত। ইতিমধ্যে সামাজিক যেগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের মানুষ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু।

Sharing is caring!