গিয়াস উদ্দিন রনি, নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদী সংলগ্ন চরের ধারে একটি মৃত ডলফিনের বাচ্চা ভেসে এসেছে। বর্তমানে মৃত অবস্থায় ওই চরে পড়ে আছে ডলফিনের সেই বাচ্চাটি। অপরদিকে, মৃত ডলফিনের বাচ্চাটি দেখতে স্থানীয় এলাকাবাসী ভিড়ও জমাচ্ছেন ।

স্থানীয় বাসিন্দা মাসুম খান মাখন জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মৃত ডলফিনের এ বাচ্চাটি মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রামে জেগে উঠা নতুন চরে পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও জানান, গত কয়েকদিন পর্যন্ত ছোট ফেনী নদীতে প্রচন্ড জোয়ার ছিল। তখন হয়তো জোয়ারের সাথে ডলফিনের এ বাচ্চাটি ভেসে এসে আটকা পড়েছে এবং পরে মৃত অবস্থায় ছোট ফেনীতে ডলফিনের বাচ্চাটি ভেসে উঠে। ডলফিনের শরীরে ক্ষতের চিহ্নও রয়েছে তবে গুরুত্ব আঘাত পেয়ে ডলফিনের বাচ্চাটি মারা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ বলেন, বুধবার (৪আগষ্ট) রাত ১১টার দিকে মৃত ডলফিনের বাচ্চা পড়ে আছে বলে খবর পেয়েছি। তবে এলাকাবাসী কেউ বলছে, ডলফিনের বাচ্চা, কেউ বলছে তিমির বাচ্চা। উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সরেজমিনে গিয়ে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব ।

Sharing is caring!