গিয়াস উদ্দিন রনি, নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালী সেনবাগ উপজেলার ২নং ছাতারপাইয়া ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে পল্লীমঙ্গল পশ্চিমপাড়া ও গোয়ালপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (২১ আগস্ট) বিকেল এ ঘটনা ঘটে। এই সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার বিকালে সেনবাগ উপজেলার ২নং ছাতারপাইয়ায় ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে পল্লীমঙ্গল পশ্চিমপাড়া ও গোয়ালপাড়ার মধ্যে ফুটবল খেলা হয়।

খেলার এক পর্যায়ে দুই দলের মধ্যে পাউল করা নিয়ে কথা কাটা কাটি হয়। পরে ঐ সময় দু’দলের মধ্যে হাতাহাতি হলেও বুধবার দুপুরে দু’দল দুু গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে ২০ জন আহত হয়।

এ সময় বিভিন্ন দোকান পাট ভাঙচুর সহ ইউপি মেম্বার এর মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনবাগ থানা পুলিশ ৬ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড গুলি ও ৪ জনকে আটক করেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

Sharing is caring!