এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর সেনবাগে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ৭টি ডাকাতি মামলাসহ ১২ মামলার আসামী আন্তজেলা ডাকাত দলের সর্দার আনোয়ার হোসেন ইউছুফ (৪৪) নিহত হয়েছেন।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ১টি টর্চ লাইট, ১টি গ্যাস লাইট উদ্ধার করে।

নিহত ডাকাত সর্দার বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের প্রকাশ অলি উল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ধৃত ডাকাত সর্দার কে নিয়ে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট এলাকায় অভিযানের সময় বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে। বন্দুক যুদ্ধ চলাকালীন ধৃত ডাকাত সর্দার পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের অপর সদ্যসদের গুলিতে তার মৃত্যু হয়। পুলিশের দাবী এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন ।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!