এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর সেনবাগে ট্রাক্টর সিএনজি মুখোমুখী সংঘর্ষের ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কল্যান্দি-চন্দের হাট সড়কের সাতবাড়ীয়া টেক নামক স্থানে মুক্তা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

পরে সাথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় সিএনজির আরও ৫যাত্রী আহত হয়। নিহত আইরিন সুলতানা সাথী (২১) উপজেলার বীজবাগ ইউপির বীজবাগ গ্রামের ফকির বাড়ীর আবদুল্যার স্ত্রী এবং এক সন্তানের জননী ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের দেবর ছানা উল্ল্যাহ সাইফ জানান, তার বড় ভাইয়ের স্ত্রী সেনবাগ রাস্তার মাথা থেকে একটি সিএনজি যোগে পরিবারের অপর কয়েক জন সদস্যকে নিয়ে বাড়ী আসার পথে উপজেলার কল্যান্দি-চন্দের হাট সড়কের সাতবাড়ীয়া টেক নামক স্থানে মুক্তা ব্রিকসের সামনে আসা মাত্রই মুক্তা ব্রিকসের মাটি টানা ট্রাক্টরের সাথে সিএনজি মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

Sharing is caring!