এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা (পিটি) করার সময় গাছ ভেঙে-উপড়ে পড়ে ৬ ছাত্রী আহত হয়েছে।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, শারমিন জাহান সুপ্তি, নাজনীন সোহেলী ইসফা, তাসমীন আক্তার ঝুমু, সালমা আক্তার ও সামন্ত জাহানসহ ৬জন। তারা সবাই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১১টার দিকে শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের শরীরচর্চা (পিটি) চলছিল। পিটি চলাকালে হঠাৎ করে বিদ্যালয়ের ভবনের পাশে থাকা কৃষ্ণচুড়া একটি শুকনো গাছ ডাল-পালাসহ উপড়ে শিক্ষার্থীদের গায়ের উপর পড়ে। এসময় ৬ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে পেটে গিয়ে তারা আহত হয়। বিদ্যালয় কৃর্তপক্ষ আহত ছাত্রীদের দ্রুত উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করে।

 

শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক লাল ভৌমিক জানান, আহতদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুইজন হাসপাতালে ভর্তি আছে।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!