মো.সেলিম: 
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষক কতৃক শিক্ষার্থীকে ইভটিজিং এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর)  দুপুর ১২টার দিকে উপজেলার চরফকিরা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, চরফকিরা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক জহির উদ্দিন (২৭) স্কুলের একাধিক ছাত্রীকে ফোনে এবং বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছে। এই বিষয়ে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক গত ২৩ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দেন। বিদ্যালয় পরিচালনা পরিষদ ঘটনার ৫দিন অতিবাহিত হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে বুধবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।
চরফকিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান’র ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য না করে ফোনের লাইন কেটে দেন।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন জানান, সামনে আওয়ামীলীগ, যুবলীগের সম্মেলন, সম্মেলন শেষে এ বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল আহমেদ জানান, তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!