মো. সেলিম:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যাত্রী সেজে সিএনজি চালিত অটোরিকসা ছিনতাইয়ে চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চর পার্বতী ইউনিয়নের ঘোড়ার টেক নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট থেকে ৪জন ছিনতাইকারী যাত্রী সেজে চৌধুরী হাট যাওয়ার কথা বলে সিএনজিটি ভাড়া নেন। কিছুদূর যাওয়ার পর ৪ ছদ্মবেশী ছিনতাইকারী সিএনজি চালক চাঁন মিয়াকে আক্রমণ করে। এ সময় সিএনজি চালককে ছিনতাইকারীরা ব্লেড দিয়ে হাতের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং বেধড়ক মারধর করে।

এতে তিনি আহত হন। পরে শোরচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে আহত অবস্থায় সিএনজি চালক চাঁন মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শ্রমিক নেতারা। চাঁন মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকার আবু নাছেরের ছেলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে লিখিত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Sharing is caring!