প্রতিবেদক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী গ্রামে আদালতের ১৪৪-১৪৫ ফৌজদারী কার্যবিধি ধারা উপেক্ষা করে সুলতান আহমদ নামে এক অসহায় মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের ভূমি জবর দখল করে ঘর নির্মাণ করেছে প্রতিপক্ষ কামাল উদ্দিন ও তার সহযোগিরা, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনে ও রাতে। এদিকে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪-১৪৫ ধারা কার্যবিধি পালনের নির্দেশ দেন । পুলিশের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষরা ঘর নির্মান করছে। এ আদেশ অমান্য করে ঐ বিরোধ পূর্ণ ভূমিতে ভাড়াটে লোকজন নিয়ে জোর পূর্বক ঘর উঠানো হয়েছে। সুলতান আহম্মদ বাদি হয়ে ২৭ শে আগষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালীর আদালতে কামাল উদ্দিন ও মানিকের বিরুদ্ধে জবর দখলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। আদালত আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা পালনের নির্দেশ দেন । জানা যায় উক্ত সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা রয়েছে । প্রতিপক্ষ মানিক জানান, আমরা আদালতের রায় পেয়ে ঘর নির্মান করছি, এ এসআই ফরিদ মিয়া সত্যতা শিকার করে বলেন আমি কামাল গংদের কে ঘর নির্মান করতে নিষেধ করেছি , তারা আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে কাজ করছে এবং ঘরে টিন লাগিয়েছে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ নাছের জনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন ওসিকে । কোম্পানিগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, আমি ঘটনাটি দেখছি, কিন্তু পরের দিন বৃহস্পতিবার রাতে জায়গাটি দখল করে নেয় জোরদাররা। মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ জানান, গত ৪০ বছর থেকে খরিদসূত্রে মালিক ও দখলদার হয়ে জমিটি ভোগ দখল করে আসছি। পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বিষয়টি আমি তদন্ত করে দেখছি।

Sharing is caring!