মো. সেলিম, নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালী কবিরহাট উপজলায় ভিমরুলের কামড়ে চিকিৎসাধীন শ্রাবণ নামে সাত বছরের এক শিশুর মত্যু হয়ছে। এ ঘটনায় নিহতর ছোট ভাই ও নানাসহ আরো দুইজন আহত অবস্থায় হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। শনিবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মত্যু হয়।

তবে স্বজনরা অভিযোগ করে বলেন, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই শিশুটির মত্যু হয়।

নিহত শিশু শ্রাবণ কবিরহাট উপজলার পূর্ব রাজুরগাঁও গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্র।

নিহতের বাবা জানান, একই উপজলার ফরাজিরহাট এলাকায় নানার বাড়িত বেড়াতে যান তার দুই ছেলে ও স্ত্রী। বিকালে নানার সঙ্গে নৌকায় ঘুরতে যান তারা। এ সময় ভিমরুল তাদের সকলকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করানো হয়।

গুরুতর অবস্থায় ভর্তি করানো হলেও হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অতটা গুরুত্ব দেয়নি।

তাদের অবহেলার কারণেই এক ঘন্টার মধ্যেই সাত বছরের শিশু শ্রাবণ মারা যায়।

তবে এ বিষয়ে ক্যামেরায় কোন কথা বলতে রাজী হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

Sharing is caring!