এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের অধীনে ছোট-বড় খালের পাড়ে ১৫০০ একর সম্পত্তি উদ্ধারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার সদর উপজেলার মান্নান নগর চৌরাস্তা এলাকায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু করা হয়।

 

সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকারিয়ার নেতেৃত্বে এ
উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন।

 

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন, পুলিশ ও সেনাবাহিনী। অভিযানের সময় ওই এলাকার ১২ফুট পর্যন্ত খালের পাশে থাকা অবৈধ আধা পাকা ভবন ও টিনশেড ঘর স্কেভেটর মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, নোয়াখালীর বিভিন্ন স্থানে প্রায় ১৫০০ একর সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এ সম্পত্তিতে প্রায় ১৩০০ অবৈধ স্থাপনা রয়েছে। বরাদ্ধ পাওয়া সাপেক্ষে এগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

Sharing is caring!