এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর সেনবাগে ৫ কোটি টাকার সরকারী জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সফল ভাবে সরকারি সম্পত্তি উদ্ধার করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।

এসময় বিপুল সংখ্যক পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা জানান, দীর্ঘদিন থেকে সরকারি খাস খতিয়ানের জায়গা সড়ক বিভাগের রাস্তার পাশের সম্পত্তি মুক্তিযোদ্ধা মার্কেট সহ বিভিন্ন নাম দিয়ে অবৈধ ভাবে দখল করে ভাড়া দিচ্ছিল একটি অসাধু চক্র।

এরপর মহামান্য হাইকোটের আদেশে বুধবার বুলডোজার দিয়ে ওই অবৈধ মার্কেট সহ প্রায় অর্ধশত স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!