মোঃ ইদ্রিছ মিয়া :.
নোয়াখালী সদর উপজেলায় ৯ জন সহ শুক্রবার নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নোয়াখালী সদর-০৯ জন, সুবর্ণচর-০২জন, চটিখিল-০১জন, সেনবাগ-০৮ জন,কোম্পানীগঞ্জ-০১ জন, কবিরহাট-০২জন শনাক্ত হয়।

কোম্পানীগঞ্জে করোনা আক্রান্ত ব্যাক্তির নাম নুর উদ্দিন, তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশনে পাঠানো এবং তার বাড়ী লকডাউন করার প্রক্রিয়া শুরু করছে উপজেলা প্রশাসন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৭৯ জন ,মৃত্যুবরন৷ করেছে-১০ জন,সুস্থ হয়েছে -৩৯ জন। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-করা হয় ৩৩০ জনের। পরিক্ষার ফলাফলে দেখা যায়, পজিটিভ -২৩ জন। নেগেটিভ -১০২জন।

এযাবৎ পরীক্ষার জন্য মোট স্যাম্পল প্রেরণ করা হয়েছে ৪১১১ জনের এরমধ্যে ফলাফল পাওয়া গেছে ৩৫৪৭ জনের। জেলায় মোট পজিটিভ ৪৭৯ জন, নেগেটিভ ৩০৬৮জন।
বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৪৩০ জন। কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ১৯ জন।
করোনায় আক্রান্তের সংখ্যা (উপজেলা ভিত্তিক তথ্য) : নোয়াখালী সদর ৮০ জন, সুবর্ণচর ১৭জন, হাতিয়া ০৬ জন, বেগমগঞ্জ ২২৬ জন, সোনাইমুড়ী ২৮ জন, চাটখিল ৩১ জন, সেনবাগ ২১ জন, কোম্পানীগঞ্জ ০৮ জন, কবিরহাট ৬২ জন।

Sharing is caring!