এনকে টিভি প্রতিবেদকঃ 

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। এতে করে সব থেকে বেশি বিপাকে পড়েছে তারা। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে বিপাকে পড়া হতদরিদ্র এবং অসহায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি ) লিও ক্লাব।

 

আজ রবিবার (২৪ মে) সকালে নোয়াখালী জেলার চাটখিল থানায় ৩০ টি পরিবারের মাঝে ৩০ মন ধান বিতরণ করেন ক্লাবটির সভাপতি লিও হাসিব আল আমিন।

সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সহ-সভাপতি ও কিষান বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন রেজওয়ান করিম।

এ বিষয়ে জানতে চাইলে লায়ন রেজওয়ান করিম জানান, দেশের এ ক্রান্তি লগ্নে আমরা ঘরে বসে থাকতে পারিনি, অসহায় মানুষগুলোর মুখ যখনই চোখের সামনে ভেসে উঠেছে তখন নিজের অজান্তেই কেঁদে উঠেছে হৃদয়।

 

এতে সার্বিক তত্বাবধান করেছেন ক্লাবটির এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ।

লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ বলেন ‘ করোনাভাইরাস মহামারীতে মানুষের দুর্ভোগ কমাতে এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা অকুণ্ঠ প্রশংসার দাবিদার।’

 

Sharing is caring!