নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি গত দুই মাসের মধ্যে জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত। তবে ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

গতকাল মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার সদর উপজেলায় শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, গতকাল শনাক্ত হওয়া ১২০ জনের মধ্যে ৭২ জনই নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। এর মধ্যে ২৮ জন নোয়াখালী পৌরসভা এলাকার বাসিন্দা। এ ছাড়া সুবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ১৭ জন, সোনাইমুড়িতে ৬ জন, চাটখিলে ১০ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জে ৬ জন ও কবিরহাটে ১ জন আছেন।
জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২১ জনের।

জেলার সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, গতকাল ৩১৩ জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। নোয়াখালী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি লকডাউন কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত নোয়াখালী পৌরসভায় ১৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।

Sharing is caring!