প্রতিনিধি:

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে আমির হোসেন (৬০), নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকাল ৬টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতাল সূত্র বলছে, আমির হোসেন রাজধানী ঢাকা থাকা অবস্থায় গত কয়েক দিন থেকে জ্বরে ভুগছিলেন। শনিবার তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে তার শারিরীক অবস্থা খারাপ দেখা দিলে তাকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রাত ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মুঠোফোনে জানান, নিহত আমির জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। তবে ডেঙ্গু পরীক্ষার আগেই তিনি মারা যান। তারপরও পরীক্ষা করে দেখা হবে তিনি কি কারণে মারা গেছেন।

Sharing is caring!